জনতা কলেজে কর্মশালা নিরাময় যোগ শিক্ষা সংস্থানের
বরাক তরঙ্গ, ১১ মার্চ : মহিলা অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের জন্য সোমবার বিশেষ যোগ সেশন আয়োজিত হল কাবুগঞ্জ জনতা কলেজে। ব্যবস্থাপনায় ছিল কলেজের উইমেন্স সেল। কর্মসূচি পরিচালনা করে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থান। নিরাময়ের তরফে যোগ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিব্য গীতানন্দ ও ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য। ব্যস্ততম জীবনে কীভাবে সহজভাবে যোগ’কে নিয়মিত দিনলিপিতে অন্তর্ভুক্ত করা যায়, তাও হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।
এ দিন ডেমন্স্ট্রেটর হিসেবে ছিলেন নিরাময়ের রাতুল চক্রবর্তী। কলেজের উওমেন্স সেলের আহ্বায়ক অধ্যাপক গায়ত্রী সিনহা, অধ্যাপক ড. মুন্নি দেব মজুমদাররা বলেন, প্রত্যেকের জন্যই যোগ চর্চার গুরুত্ব অনেক। জনতা কলেজ বরাবরই যোগ শিক্ষা-চর্চার প্রতি গুরুত্ব দিয়ে আসছে। তাই, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যোগ কর্মসূচি আয়োজন করেছে মহিলা সেল। যদিও পরীক্ষার মরশুম থাকায় পড়ুয়াদের শামিল করা যায়নি। তবে, তাঁদের আগ্রহ অনেক। আগামী দিনে নিরাময়ের সঙ্গে মিলে এমন করসূচির উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন গায়ত্রী সিনহারা। সমবেত ধ্যান অনুশীলনের পর বৈদিক শান্তি মন্ত্র পাঠের মধ্য দিয়ে শেষ হয় এ দিনের বিশেষ সেশন।