কাজের সন্ধানে বেরিয়ে নিখোঁজ নন্দপুরের যুবক
বরাক তরঙ্গ, ৫ মার্চ : কাজের সন্ধানে বেরিয়ে ৫ দিন থেকে নিখোঁজ সোনাই থানার অধীন গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুরের বাসিন্দা সমরু ইসলাম লস্করের ছেলে সুয়াইল আহমেদ লস্কর (সুয়েল)। বয়স আনুমানিক ৩০ বছর। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ওই যুবকের৷ অবশেষে নিখোঁজ যুবকের খোঁজ পেতে বুধবার সোনাই থানায় অভিযোগ দায়ের করলেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, নিখোঁজ যুবক অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতো কিন্তু হঠাৎ করে অটো নষ্ট হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তায় পড়েছিলো। গত শনিবার কাজের সন্ধানে শিলচরের উদ্দেশ্য বেরিয়ে আর বাড়ি ফিরেনি, এদিকে যুবকের বাড়ি ফেরার সময় হলেও যুবক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন যুবকের পরিবারের সদস্যরা। যুবকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ আসে৷ বুধবার সোনাই থানার দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা।

কেউ নিখোঁজ যুবকের কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে সোনাই থানায় বা 9954355825 নম্বরে যোগাযোগ করার আবেদন জানান পরিবারের লোকরা।