হাইলাকান্দি পুলিশে ব্যাপক রদবদল

বরাক তরঙ্গ, ৫ মার্চ : হাইলাকান্দি জেলা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল। একসঙ্গে বদলি ১৭ জন পুলিশ আধিকারিক। হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলে এক সরকারি আদেশ জারি করে এই আধিকারিকদের বদলির পাশাপাশি অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন।

বদলির তালিকায় রয়েছেন ওসি, এসআই এবং এএসআই পদমর্যাদার অফিসাররা।  হাইলাকান্দি সদর থানার বর্তমান ইন্সপেক্টর ওসি রাজেন পাও রংমাই একই পদমর্যাদায় লালা থানায় বদলি হয়েছেন। লালা থানার ওসি ইন্সপেক্টর (ইউবি) পল লাথলিমরাং হাইলাকান্দি সদর থানার নয়া ওসি ইন্সপেক্টর (ইউবি) হয়ে আসছেন। হাইলাকান্দি আদালতের প্রোসিকিউশন অফিসার ইন্সপেক্টর (ইউবি) পাওমিনলাল ডাংগেল-কে লালার সার্কেল ইন্সপেক্টর করে পাঠানো হয়েছে। মোহনপুর পেট্রোল পোস্টের ইনচার্জ এসআই (ইউবি) তরুণ কুমার লস্করকে হাইলাকান্দি সদর থানার অ্যাটাচ অফিসার করে আনা হয়েছে।

কালাছড়া পেট্রোল পোস্টের ইনচার্জ এসআই ইউবি সুভাষ মালাকার হাইলাকান্দি সদর থানার অ্যাটাচ অফিসার হয়ে আসছেন। হাইলাকান্দি এসকে রায় হাসপাতাল টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (ইউবি) দিপাল চন্দ বদলি হয়েছেন জেলার উত্তরে কাটাখালে। তাঁকে কাটাখাল ফাঁড়ির ইনচার্জ করে পাঠানো হয়েছে। হাইলাকান্দি পুলিশের নয়া রিজার্ভ অফিসার হয়ে আসছেন জসিম উদ্দিন বড়ভূইয়া। এসআই (ইউবি) জসিম উদ্দিন বড়ভূঁইয়া বর্তমানে হাইলাকান্দি সদর থানায় কর্মরত। পুলিশ রিজার্ভের বর্তমান রিজার্ভ অফিসার এসআই (ইউবি) প্রদীপকান্তি পুরকায়স্থ বদলি‌ হয়েছেন আলগাপুর থানার অ্যাটাচ অফিসার হিসেবে। হাইলাকান্দি এসকে রায় হাসপাতাল টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হয়ে কাটলিছড়া থানা থেকে আসছেন এসআই (ইউবি) হিরণ্য কলিতা। শিরিশপুর পেট্রোল পোস্টের ইনচার্জ এসআই (পি) রঞ্জনা বড়োকে বদলি করা হয়েছে কালাছড়া পেট্রোল পোস্টের ইনচার্জ করে।

হাইলাকান্দি পুলিশে ব্যাপক রদবদল

হাইলাকান্দি সদর থানার  যানজট শাখার অর্থাৎ ট্রাফিক ব্রাঞ্চের এসআই (পি) গরিমা বসুমাতারি বদলি হয়েছেন। তাঁকে বন্দুকমারা পুলিশ ফাঁড়ির নয়া ইনচার্জ করে পাঠানো হয়েছে। মোহনপুর পেট্রোল পোস্টের নয়া ইনচার্জ হয়ে যাচ্ছেন বর্তমানে কাটাখাল ফাঁড়ির এএসআই (ইউবি) বদরুল হক লস্কর। পাঁচগ্রাম থানার যানজট শাখার নয়া ইনচার্জ হচ্ছেন এএসআই (ইউবি) সালিক আহমদ চৌধুরী। তিনি বর্তমানে লালা থানার যানজট শাখার ইনচার্জ হিসেবে কর্মরত। লালা থানার নয়া যানজট শাখার (ট্রাফিক ব্রাঞ্চ) হয়ে যাচ্ছেন বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই (ইউবি) জুয়েল দাস। বদলি  হওয়া আধিকারিকদের শীঘ্রই তাদের নয়া কর্মস্থলে যোগ দিয়ে রিপোর্ট করতে নির্দেশে বলা হয়েছে।

Author

Spread the News