সোনাই রোড আশুতোষ লেনে চুরি, লুট নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার
বরাক তরঙ্গ, ৫ মার্চ : সোনাই রোড আশুতোষ লেনে চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল নগদ অর্থ সহ সোনার অলঙ্কার হাতিয়ে নেয়। জানা যায়, শিলচর সোনাই রোড আশুতোষ লেন ১৯ নং সুমন দে ভাড়াটে সঞ্জয় শীলের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল সহ সোনার অলঙ্কার লুটপাট করে।
সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের কাপড়, বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এবং দেখতে পান আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙা তখন আর বুঝতে দেরি হয়নি। তিনি সঙ্গে সঙ্গে আলমারিতে খোঁজে দেখেন নেই সোনার অলঙ্কার ও নগদ অর্থ। এ খবর আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনাটির খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে বলে জানা যায়।
