২ মার্চ লায়ন্সের গণবিবাহ, প্রস্তুতি জোর কদমে

২ মার্চ লায়ন্সের গণবিবাহ, প্রস্তুতি জোর কদমে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে ২১তম গণবিবাহ আগামী ২মার্চ অনুষ্ঠিত হবে। শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া গণবিবাহ প্রকল্পকে ঘিরে জোর প্রস্তুতি চলছে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১৩ জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। উভয় নব দম্পতির সাজ-সজ্জা থেকে শুরু করে উপহার সামগ্রী সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান প্রকল্প শুরু হওয়ার পর থেকে বছর পর্যন্ত উপত্যকার ৩৯৬ জোড়া নব দম্পতির মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাঁরা। এবারের ১৩ জোড়া মিলিয়ে নব দম্পতির মোট সংখ্যা ৪০৯ জোড়া দাঁড়িয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ২১তম গণ বিবাহকে কেন্দ্র করে শহরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Author

Spread the News