মাতাল অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় মৃত্যু মহিলা পথচারীর

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : মাতাল অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। গোয়ালপাড়ার দুর্গামন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহিলাকে ধাক্কা দেয়। ঘটনার সময় উমা কৈরালা সাহা নামে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তী সময়ে মৃত্যু ঘটে মহিলার। ঘটনাটি সোমবার রাতের।

সূত্রের খবর, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেফতার করে। এএস ১৮ এ ৩৬৬০ নম্বরের অ্যাম্বুলেন্সটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। চালকের এহেন কাণ্ডের নিন্দা করেছেন। বিশেষ করে দুর্ঘটনার সময় সে মাতাল ছিল বলে ক্ষোভ ব্যক্ত করেন।

মাতাল অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় মৃত্যু মহিলা পথচারীর

Author

Spread the News