অ্যাডভান্টেজ অসম ২.০ তে কাছাড়ে ২৯৯.৮৬৫ কোটির বিনিয়োগ

৮৪টি সমঝোতা স্মারক শিলচরে স্বাক্ষরিত____

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলা প্রশাসন, শিলচরে অ্যাডভান্টেজ অসম ২.০ বিনিয়োগ সম্মেলনে ২৯৯.৮৬৫ কোটির বিনিয়োগ আশ্বাস নিশ্চিত করার মাধ্যমে শিল্পোন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দুই দিনের এই সম্মেলনে মোট ৮৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জেলার অর্থনৈতিক সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারী,আত্মনির্ভর গোষ্ঠী (SHG), মৎস্য দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা অংশগ্রহণ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিন পর্যন্ত স্বাক্ষরিত ৮৪টি চুক্তির মাধ্যমে জেলার শিল্প ক্ষেত্রে এক বিশাল মূলধনের প্রবাহ ঘটেছে, যা প্রায় ২০০৮টি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

ফেব্রুয়ারির ২৫ ও ২৬ তারিখে শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা হয়, যা রাজ্যের ‘সহজে ব্যবসা পরিচালনা’ নীতিকে আরো সুসংহত করেছে। বৃহৎ ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের আকৃষ্ট করতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষর করে জেলা আয়ুক্ত  মৃদুল যাদব বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের প্রতি প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, শিল্পোন্নয়নই অর্থনৈতিক বিকাশের মেরুদণ্ড এবং বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উদ্ভাবন, মানসম্পন্ন উৎপাদন এবং উৎকৃষ্ট পরিষেবা প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে। জেলা আয়ুক্তের বক্তব্যকে সমর্থন করে অতিরিক্ত জেলা আয়ুক্ত  যুবরাজ বরঠাকুর, শিল্প সম্প্রসারণকে আঞ্চলিক উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেন।

অ্যাডভান্টেজ অসম ২.০ তে কাছাড়ে ২৯৯.৮৬৫ কোটির বিনিয়োগ

সম্মেলনে গৃহীত বিনিয়োগের পরিমাণ ১ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত বিস্তৃত ছিল, যা শিল্পের বহুমুখী বিকাশকে প্রতিফলিত করে। সম্মেলনের প্রথম দিনে, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, ১৮৬.৭০ কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, এরপর দ্বিতীয় দিনে আরও ১১৩.১৬৫ কোটির বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। ৮৪টি প্রকল্পের মধ্যে ৯টি বৃহৎ প্রকল্পের বিনিয়োগ ₹১০ কোটির বেশি, আর বাকি ৭৫টি প্রকল্পের বিনিয়োগ ₹১০ কোটির নিচে, যা বিভিন্ন শিল্প ক্ষেত্রের ভারসাম্যপূর্ণ উন্নয়নে সহায়ক হবে।

অ্যাডভান্টেজ অসম ২.০ তে কাছাড়ে ২৯৯.৮৬৫ কোটির বিনিয়োগ

অনুষ্ঠান শুরুর আগে, অ্যাডভান্টেজ অসম ২.০ শীর্ষক গুয়াহাটি খানাপাড়ায় আয়োজিত মূল বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ভাষন সরাসরি সম্প্রচার করা হয়। শিলচরেও এই সম্প্রচারের সময় অতিরিক্ত জেলা আয়ুক্ত  যুবরাজ বরঠাকুর, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের প্রধান ব্যবস্থাপক সহ বিশিষ্ট বিনিয়োগকারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অ্যাডভান্টেজ অসম ২.০ তে কাছাড়ে ২৯৯.৮৬৫ কোটির বিনিয়োগ

উল্লেখ্য, এই ঐতিহাসিক বিনিয়োগ সাফল্যের ফলে কাছাড় জেলা শিল্প বিপ্লবের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। এই বিনিয়োগ শুধুমাত্র শিল্পোন্নয়নই নয়, বরং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করবে। অ্যাডভান্টেজ অসম ২.০-তে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলি দীর্ঘস্থায়ী শিল্প সম্প্রসারণের অনুঘটক হিসেবে কাজ করবে এবং বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে জেলাকে আরও সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করবে।

Author

Spread the News