বড়বেকরায় আসাম রাইফেলসের চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : জিরিবামের বড়বেকরা সাব ডিভিশনের তুইসিলিয়েন গ্রামে এক চিকিৎসা শিবির আয়োজন করে আসাম রাইফেলস। মঙ্গলবার শিবিরের লক্ষ্য ছিল স্থানীয় জনগণের সাধারণ স্বাস্থ্য এবং সুস্থতা পরীক্ষা করা। এই অনুষ্ঠানে তিউসিলিয়েন, ভুটানঘখাল, বি হুইনবেঙ, সাইকুলফাই এবং মুলখাংথাল গ্রামবাসী অংশগ্রহণ করেন। মেডিক্যাল টিম চিকিৎসা করিয়ে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং প্রতিরোধমূলক যত্ন এবং সুস্থতার গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করে। শিবিরে পুরুষ, মহিলা এবং শিশু সহ ১৭০ জনেরও বেশি চিকিৎসা করা হয়।

বড়বেকরায় আসাম রাইফেলসের চিকিৎসা শিবির

বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা সরাসরি তাঁদের দোরগোড়ায় নিয়ে আসার জন্য আসাম রাইফেলসের প্রচেষ্টার প্রশংসা করে গ্রামবাসীরা তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানটি আসাম রাইফেলস এবং স্থানীয়দের মধ্যে বন্ধনও গড়ে তুলেছিল।

বড়বেকরায় আসাম রাইফেলসের চিকিৎসা শিবির

Author

Spread the News