ট্রলিব্যাগে বন্দি আত্মীয়ের দেহাংশ ফেলতে গিয়ে আটক মা-মেয়ে

২৫ ফেব্রুয়ারি : খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। ট্রলিব্যাগে বন্দি দেহাংশ ফেলতে গিয়ে আটক দুই মহিলা। অভিযোগ, ট্রলিব্যাগে রয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। মঙ্গলবার সাতসকালে কলকাতার আহিরীটোলা ঘাটে ওই ট্রলিব্যাগ হাতে দুই মহিলাকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই রক্তমাখা দেহের টুকরো। মুণ্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। দুই মহিলাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহিরীটোলা ঘাটের এক মহিলা কর্মীর। তিনি জানান, এদিন সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন, দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলিব্যাগ হাতে নামছেন। ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকাপয়সা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, পরে ট্যাক্সিটি চলে যায়। ওই মহিলা জানান, ট্রলিব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না। সেটা দেখেই তাঁর সন্দেহ হয়।

সকালে ঘাটে যোগা করেন অনেকে। তাঁদেরকে গিয়ে বিষয়টা দেখতে বলেন ঘাটের ওই মহিলা কর্মী। বাকিরা পরামর্শ দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেন। পুলিশকর্মীরা এসে প্রশ্ন করলে ওই দুই মহিলা প্রথমটায় দাবি করেন, একটি ল্যাব্রাডর কুকুরের দেহ আছে ভিতরে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি।

ট্রলিব্যাগে বন্দি আত্মীয়ের দেহাংশ ফেলতে গিয়ে আটক মা-মেয়ে

ওই দুই মহিলা মা ও মেয়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চাপ দেওয়ার পর মহিলা দাবি করেন, তাঁর মেয়ের ননদ শ্বশুরবাড়ির অত্যাচারে গায়ে আগুন দিয়েছে। এভাবেই নানা অসংলগ্ন কথা বলতে থাকে তারা। এরপর স্যুটকেস খুলতে খুলতেই শিউরে ওঠেন সবাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলার দেহ চার টুকরো করা। কাউকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

তবে কয়েকঘণ্টাতেই বদলে গেল বয়ান। সূত্রের খবর, জেরায় ফাল্গুনি ঘোষ জানিয়েছেন ট্রলিতে রয়েছে সুমিতা ঘোষের দেহ। তিনি সম্পর্কে ফাল্গুনির পিসিশাশুড়ি। উল্লেখ্য, কুমোরটুলি থেকে ফাল্গুনির সঙ্গেই আটক হয়েছে তাঁর মা আরতি ঘোষও।

জানা গিয়েছে ফাল্গুনি এবং আরতি, দু’ জনেই মধ্যমগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে ওই দুই মহিলা একটি ট্যাক্সিতে চেপেই পৌঁছন কুমোরটুলি ঘাটে। ওই ট্যাক্সির চালক জানিয়েছেন, দুই মহিলা কুমোরটুলি যাওয়ার আগে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটেও।

Author

Spread the News