শিলচরে দু’দিনের কিষান মেলা শুরু

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের অধীনে সোমবার শিলচরে কৃষকমেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর , বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, ডাক্তার হিমাংশু মিশ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ও প্রধান, ডাক্তার অজিতা তেওয়ার আসাম বিশ্ববিদ্যালয়। মেলায় কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর স্টোল সাজিয়ে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার প্রয়াস করেছেন উদ্যোগক্তারা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কৃষি সহ আনুসঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলোর আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করার পাশাপাশি এই মেলার মাধ্যমে শিক্ষণীয় বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের জ্ঞান সম্প্রসারণ করার উদ্দেশ্যেই জেলায় মূলত কিষান মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও কাছাড়ে যেসব ফার্মার কোম্পানি ও অনেক উদ্যমী কৃষক রয়েছেন যারা কৃষি কাজের মাধ্যমে সফল হয়েছেন তাদেরকেও মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে ওদের দেখে অন্যান্য কৃষকরাও আগামীতে সফল রাস্তায় এগিয়ে যেতে পারেন।

শিলচরে দু'দিনের কিষান মেলা শুরু

Author

Spread the News