সোনাবাড়িঘাটের ‘হেল্প ফর ইউ’ এনজিও-কে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক বড়ভূইয়ার

সোনাবাড়িঘাটের 'হেল্প ফর ইউ' এনজিও-কে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক বড়ভূইয়ার

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সোনাবাড়িঘাটের অগ্রণী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেল্প ফর ইউ’ এর কর্মকর্তাদের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোমবার আনুষ্ঠানিক ভাবে অ্যাম্বুলেন্সের চাবি ও নথিপত্র সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়ার হাতে তুলে দেন বিধায়ক।

এ দিন এক রাজকীয় অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠানস্থলে বিধায়ককে নিয়ে আসেন সংস্থার কর্মকর্তারা। সোনাবাড়িঘাট ওএনজিসির সামনে থেকে ঢাকঢোল বাজিয়ে ফুল ছিটিয়ে আনা হয়। এরপর অ্যাম্বুলেন্স বিধায়ক নিজে চালিয়ে সংস্থার কার্যালয়ে নিয়ে যান।

সোনাবাড়িঘাটের 'হেল্প ফর ইউ' এনজিও-কে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক বড়ভূইয়ার

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিম উদ্দিন জানান, সোনাই অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিসেবার জন্য এই অ্যাম্বুলেন্স তিনি দিয়েছেন। সোনাবাড়িঘাটের ‘হেল্প ফর ইউ’ এনজিও অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। স্থানীয় নাগরিক জামাল উদ্দিন চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠানে সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া বিধায়ক সাজুর মহৎ এই কাজের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল কংগ্রেস সভাপতি আজিজুর রহমান চৌধুরী, সমাজকর্মী ফখরুল ইসলাম বড়ভূইয়া, বিভাগীয় জেই বিশ্বজিৎ চক্রবর্তী, সোনাই ইউডিএফের সম্পাদক জাকির হোসেন লস্কর, প্রাক্তন এপি সভাপতির প্রতিনিধি আমরুল হক মজুমদার, প্রাক্তন এপি সদস্যার প্রতিনিধি মুন্না মজুমদার, পুর সদস্য নূর আহমেদ বড়ভূইয়া, সমাজসেবী আসাদ হোসেন বড়ভূইয়া, আমির হোসেন লস্কর (টুবলো), রুহুল চৌধুরী, সংস্থার সম্পাদক নজমুল হক বড়ভূইয়া প্রমুখ।

সোনাবাড়িঘাটের 'হেল্প ফর ইউ' এনজিও-কে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক বড়ভূইয়ার

Author

Spread the News