সোনাইয়ে জিতল রূপম ক্লাব

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের ব্যবস্থাপনায় পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের ম্যাচে ৩ উইকেটে জিতল রূপম ক্লাব শিলচর। এদিন ম্যাচে তারা হারিয়েছে জেএসসি সোনাইকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিয়োগিতার ম্যাচে টস জিতে জেএসসি সোনাই প্রথম ব্যাট করাতে নেমে ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান স্কোর বোর্ডে জমা করে। দলের হয়ে  সবুর আহমেদ মজুমদার ও গুলাম ইউ এফ বড়লস্কর সর্বোচ্চ ২৪  রান করেন। এছাড়াও ভাল রান পান মান্না লস্কর  ১৫, আহাদ মজুমদার ১২, তানজিম ১১ রান করেন। রূপম ক্লাবের হয়ে এইচ বিকাশ সিংহ ২, জুয়েল চৌধুরী ২, তুসান্ত পাল ২, আনোয়ার হোসেন ১, বান্টি পিনাক ১টি করে উইকেট পান।

১১৩ রানের লক্ষ্য মাথা নিয়ে ব্যাট করতে নেমে রোপম ক্লাব শিলচর ১৩. ১ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে জুয়েল চৌধুরী  সর্বোচ্চ ৩৮  রান করেন। এছাড়াও ভাল রান পান অরিজিৎ আচার্য ২২, সম্রাট আচার্য ২০, স্নেহাশিস পাল ১২, আনোয়ার হোসেন ১০ রান করেন। জেএসসির হয়ে তাই তামজিম ২, গুলাম ইউ এফ বড়লস্কর ২, শশাঙ্ক ফুল মালি ১ উইকেট পান।

সোনাইয়ে জিতল রূপম ক্লাব
Spread the News
error: Content is protected !!