পুনর্গঠন সোনাই প্রেস ক্লাবসভাপতি মিলন, সাঃ সম্পাদক মজবুল

পুনর্গঠন সোনাই প্রেস ক্লাবসভাপতি মিলন, সাঃ সম্পাদক মজবুল

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : পুনর্গঠন হল সোনাই প্রেস ক্লাব। রবিবার সোনাই বাজার পয়েন্টে থাকা বালাজি ফুড প্লাজায় অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এদিনের সভার সূচনা হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবীর স্বপ্নীলের সভাপতিত্বে। সূচনাতেই তিনি স্বাগত বক্তব্য পেশ করেন। এরপর সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন অনুমোদনের পর পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান সভাপতি কবীর।

নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় আমন্ত্রিত রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার। বদর উদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হন প্রবীণ সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। সহ-সভাপতি নির্বাচিত হন তৈয়বুর রহমান লস্কর। সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পান মজবুল হক লস্কর। এছাড়া সহ-সম্পাদক হিসেবে সাবির আহমেদ মজুমদার, লাইব্রেরি সম্পাদক হিসেবে নূর আহমেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ হিসেবে শরীফ আহমেদ লস্কর দায়িত্ব পান।
কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল হক লস্কর, ফয়জুর রহমান লস্কর, জামাল উদ্দিন লস্কর, আবুল কালাম লস্কর, গুলশন আহমেদ খান, আশু চৌধুরী, সঞ্জন দত্ত এবং বিক্রম বিজয় দাসকে মনোনীত করা হয়। উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ কবীর স্বপ্নীল, ইকবাল লস্কর এবং তাহের আহমেদ মজুমদার।

পুনর্গঠন সোনাই প্রেস ক্লাবসভাপতি মিলন, সাঃ সম্পাদক মজবুল

সভায় উপস্থিত সাংবাদিকরা বৃহত্তর সোনাই অঞ্চলের সংবাদ, সাংবাদিকতা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। প্রেস ক্লাবের সংবিধান প্রণয়নের জন্য ইকবাল লস্করকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়।

Author

Spread the News