পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে ৪ রানে জিতল ত্রিরঙ্গা

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের  ব্যবস্থাপনায় আয়োজিত পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারের  ম্যাচে ৪ রানে জিতল ত্রিরঙ্গা গেইন্টস। শনিবার ম্যাচে তারা  হারিয়েছে চেলেঞ্জার ক্রিকেট ক্লাবকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত প্রতিয়োগিতার  ম্যাচে টস জিতে ত্রিরঙ্গা গেইন্টস প্রথম ব্যাট করাতে নেমে ১৬ ওভারে সবকটি   উইকেট হারিয়ে ১৪৬  রান স্কোর বোর্ডে জমা  করে। দলের হয়ে  সৈয়দ মাহমুদ আলি সর্বোচ্চ ৪৬  রান করেন।

এছাড়াও ভাল রান পান আহমদ জাকারিয়া ৩৬,জয়তি প্রসাদ দাস ২৩  রান  করেন। চেলেঞ্জার ক্রিকেট ক্লাব  এর  হয়ে সায়ন দেব ৩,শুমিত শুক্লবৈদ ২, বিপ্রজিৎ দত্ত ২, মাট্রিন সিনহা ২টি কর উইকেট পান। ১৪৭ রানের লক্ষ্য মাথা নিয়ে ব্যাট করতে নেম চেলেঞ্জার ক্রিকেট ক্লাব   ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২  রান সংগ্রহ করে। দলের হয়ে প্রিতম দাস সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়াও ভাল রান পান মাট্রিন সিনহা ১৯, চিরঞ্জিত দাস ১২,রাজ বিশ্বাস ১২, সাব্বির আহমেদ ১০, সুমিত শুক্লবৈদ ১০ রান করেন।ত্রিরঙ্গা গেইন্টসের হয়ে ইমরান  ৩,আহাদ সাতি ২, মোস্তাক আহমেদ ২, সাইনুল হক মজুমদার ১, উইকেট পান।

পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে ৪ রানে জিতল ত্রিরঙ্গা

Author

Spread the News