ইউএসটিএম চেয়ারম্যান মহবুবুল হক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : ইউএসটিএম চেয়ারম্যান মহবুবুল  হককে গ্রেফতার করা হয়েছে। আচার্য মহবুবুল হককে বর্তমানে পাথরকান্দি থানায় নিয়ে আসা হচ্ছে। শুক্রবার রাতে মহানগর পুলিশ, এসটিএফ এবং শ্রীভূমি পুলিশ মহবুবুল হককে আটক করে। মেহবুবুল হককে গুয়াহাটিতে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজনপোষন নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে। উত্তেজিত দুর্বৃত্তরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় দুবৃত্তরা। অভিযোগ, উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএমের অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে। এদের সঙ্গে সেন্ট্রাল পাব্লিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিশ নম্বরের এমসিকিউর উত্তরগুলো যথারীতি নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএমের অধীন শিক্ষার্থীদের প্রতি স্বজনপোষন নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে পরীক্ষাকেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট তথা সার্কল অফিসার বলীনবাবা বালারী পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছান। এ ঘটনায় মহবুবুল হকের বিরুদ্ধে 54/2025 নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি প্রথমে আচার্য মহবুবুল হকের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল।

ইউএসটিএম চেয়ারম্যান মহবুবুল হক গ্রেফতার

এ ছাড়াও মহবুবুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। মহবুবুল হকের বিরুদ্ধে জাল সার্টিফিকেট নেওয়ার অভিযোগ রয়েছে। শ্রীভূমির ডেপুটি কমিশনারের রিপোর্টে ভুয়ো সার্টিফিকেটের তথ্য পাওয়া গেছে। মহবুবুল হকের বিরুদ্ধে জাল ওবিসি সার্টিফিকেট অর্জনের অভিযোগ ছিল। মেহবুবুল হক কিরণ সম্প্রদায়ের সদস্য হিসাবে ওবিসি সার্টিফিকেট নিয়েছিলেন। কেউ কেউ মহবুবুল হকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে জেলা আয়ুক্ত তদন্ত করেন। শ্রীভুমির জেলা আয়ুক্ত মহবুবুল হকের বর্ণের শংসাপত্র বাতিল করেছেন। গত বছর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগগুলি জনসমক্ষে প্রকাশ করেছিলেন।

Author

Spread the News