শিশুতোষ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভেটেরন ক্লাব

ইকবাল লস্কর, শিলচর
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি:  শিশুতোষ বসাক স্মৃতি নক‌আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভেটেরন ফুটবল ক্লাব। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে আজ অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে পালং ঘাটের মুনলাইট ক্লাবকে। ১১ এবং ৫২ মিনিটে বিজয়ী দলের হয়ে ভানরামাইয়া জোড়া গোল করেন। এছাড়া সৌল্লভ নুনিসা ২৫ মিনিটে অন্য গোলটি করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৌল্লভ নুনিসা। মুন লাইটের নিকেতন সিংহ হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। এছাড়া সেরা লিংকম্যান হয়েছেন একই ক্লাবের নাংথৈবা সিংহ। চ্যাম্পিয়ন ভেটেরন এফসির ক্রয়েল মুখিম সেরা গোলরক্ষক, এনামুল হক বড়ভূঁইয়া সেরা ডিফেন্ডার, লালরেম রাতা সেরা ফরোয়ার্ডের পুরস্কার পেয়েছেন। চাম্পিয়ান দলকে শিশুতোষ বসাক স্মৃতি ট্রফি সহ নগদ দশ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্স দলকে ট্রফি সহ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুদীপ ভদ্র টুনু, শিলচর ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস , স্পনসর তথা প্রয়াত শিশুতোষ বসাকের ভাই প্রাণতোষ বসাক (দাশু) সহ  অন্য কর্মকর্তারা।

শিশুতোষ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভেটেরন ক্লাব

Author

Spread the News