পাথারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় একুশে পালন, মাতৃভাষার প্রতি যত্নশীল হবার আহ্বান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”—এই আবেগঘন গানের মধ্য দিয়ে আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পাথারকান্দিতে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকালে স্থানীয় বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন-এর উদ্যোগে ও চতুরঙ্গ-এর আন্তরিক সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পাথারকান্দিতে এতে শিশু-কিশোরেরা বাংলা ভাষার প্রতি ভালোবাসার বার্তা সংবলিত প্ল্যাকার্ড হাতে হাতে নিয়ে পাথারকান্দি শহরের রাজপথে মুখরিত করে তোলে মাতৃভাষার ধ্বনিতে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে এসে শেষ হয়, যেখানে স্থায়ী একাদশ শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

পাথারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় একুশে পালন, মাতৃভাষার প্রতি যত্নশীল হবার আহ্বান

ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে বক্তারা বরাক উপত্যকায় বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। আগামী প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও যত্নশীল হবার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ নিরূপম দে, শ্যামলী রায়, মিতালি দে, এবং চতুরঙ্গ-এর পক্ষ থেকে ছিলেন সভাপতি সুরজিৎ হোমচৌধুরী, সুরঞ্জন দাস, মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী প্রমুখ।এর আগে সকালেই অধ্যক্ষ নিরূপম দে ও চতুরঙ্গের সভাপতি সুরজিৎ হোমচৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে একাদশ শহিদ বেদীতে সাফাই অভিযান পরিচালিত হয়।শ্রদ্ধা, স্মরণ ও সচেতনতার বার্তায় উদ্ভাসিত পাথারকান্দির এই আয়োজন মাতৃভাষার প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাথারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় একুশে পালন, মাতৃভাষার প্রতি যত্নশীল হবার আহ্বান

Author

Spread the News