পরীক্ষায় স্বজনপোষণ, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের ভাঙচুর পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : ফের ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল বিতর্কের কেন্দ্র বিন্দুতে। এবার উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজনপোষন নীতির অভিযোগে উত্তপ্ত হল গোটা স্কুল চত্বর। উত্তেজিত দুর্বৃত্তরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় দুবৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপি বাহিনী মোতায়েন করা হয়।

পরীক্ষায় স্বজনপোষণ, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের ভাঙচুর পাথারকান্দিতে

অভিযোগ মতে, উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএমের অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে। এদের সঙ্গে সেন্ট্রাল পাব্লিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিশ নম্বরের এমসিকিউর উত্তরগুলো যথারীতি নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএমের অধীন শিক্ষার্থীদের প্রতি স্বজনপোষন নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে পরীক্ষাকেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসার বলীনবাবা বালারী পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছান। যদিও পরীক্ষা কেন্দ্রে এই অনিয়ম বা স্বজনপোষণ নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা।

পরীক্ষায় স্বজনপোষণ, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের ভাঙচুর পাথারকান্দিতে

Author

Spread the News