সোনাইয়ে ৭ রানে জিতল সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনে  আয়োজিত পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের ম্যাচে ৭ রানে জিতল সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিন ম্যাচে তারা হারিয়েছে  ইনক্রেডিবুল ইলেভেন শিলচরকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত প্রতিয়োগিতার ম্যাচে টস জিতে সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম ব্যাট করাতে পছন্দ করে। প্রথম ব্যাট করতে নেমে সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন   ১৫.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৫৯ রান স্কোর বোর্ডে জমা  করে। দলের হয়ে ইব্রাহিম খান  সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়াও ভাল রান পান আলতাব হোসেন ৩৮, সাহিদ আফ্রিদি ১১ রান করেন। ইনক্রেডিবুল ইলেভেন শিলচরের  হয়ে কুনাল পাল ৩, শুভ্রজিৎ দাস ২,  রেয়াজুল উদ্দিন, স্বরাজ রায়, রিতুরাজ দাস, রুহিত শর্মা মজুমদার  ১টি কর উইকেট পান।

১৬০ রানের লক্ষ্য মাথা নিয়ে ব্যাট করতে নেম ইনক্রেডিবুল ইলেভেন শিলচর ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২  রান সংগ্রহ করে। দলের হয়ে অনতু দত্ত   সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়াও ভাল রান পান রোহন বৈদ্য ২৮, রুহিত শর্মা মজুমদার ২০, প্রথমেশ  ভৈমিক ২০, কূনাল পাল ১৪, রান করেন। সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এর হয়ে মুক্তার আব্বাস ৪, মোহাম্মদ আহমেদ আলি ২, সাহিদ আফ্রিদি ১ উইকেট পান। শনিবার  খেলবে এিরঙ্গা গেইন্টস  খেলবে চেলেঞ্জার ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

সোনাইয়ে ৭ রানে জিতল সোনাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন

Author

Spread the News