বকেয়া মিটিয়ে দেবার দাবিতে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ প্রান্তজ্যোতির কর্মী ও বিশিষ্ট নাগরিকদের

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : প্রান্তজ্যোতি দৈনিক পুনরায় চালু তথা পূর্ববর্তী ত্রিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী কর্মচারীদের ছয় মাসের  বকেয়া মিটিয়ে দেবার দাবিতে জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করলেন প্রান্তজ্যোতি দৈনিকের কর্মীমহল সহ শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ।

গত বছরের ২৫ অক্টোবর  তাৎক্ষণিক ‘শাটডাউন’ ঘোষণার পর থেকে প্রায় পাঁচ মাস অতিক্রান্ত। অথচ জেলা আয়ুক্ত ও সহকারী  শ্রম কমিশনের উপস্থিতিতে আয়োজিত ত্রিপাক্ষিক চুক্তিপত্রে দেওয়া কোনও  অঙ্গীকারই এযাবৎ পালন করা হয়নি। এই নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ তুলে ধরলেন দৈনিক প্রান্তজ্যোতির কর্মীমহল সহ শহরের সহমর্মী নাগরিকবৃন্দ।

এদিনের আলাপচারিতায় জেলা শাসককে সবিশেষে বিষয়টি জানান ভুক্তভোগী কর্মী এবং নাগরিকরা। জেলাশাসক দূরভাষে এনিয়ে অতিরিক্ত শ্রম কমিশনারের সাথেও কথা বলেন। শেষে এনিয়ে অবিলম্বে আরো একটি ত্রিপাক্ষিক বৈঠকের ব্যাবস্থা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে এদিন সবাইকে আশ্বাস দেন তিনি।

বকেয়া মিটিয়ে দেবার দাবিতে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ প্রান্তজ্যোতির কর্মী ও বিশিষ্ট নাগরিকদের

এদিন নাগরিক প্রতিনিধি ও প্রান্তজ্যোতি দৈনিকের কর্মীরা সহকারি শ্রম কমিশনের কার্যালয়ে গিয়েও তাদের দাবির প্রতিলিপি জমা দিয়ে শ্রমিকদের দূর্দশা মুক্তির জন্য অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানান। শ্রম পরিদর্শক জ্যোতিষ নাথ সময়োচিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন জেলা আয়ুক্তের পদক্ষেপ এ ব্যাপারে দিক দর্শী হতে পারে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   হরিদাস দত্ত, আলি রাজা ওসমানি,  দীপঙ্কর চন্দ, জয়দীপ ভট্টাচার্য, কমল চক্রবর্তী, সত্যজিৎ গুপ্ত, সঞ্জয় চক্রবর্তী, সুজিৎ দাস, সন্তোষ চন্দ, গোরা চক্রবর্তী, পার্থ  প্রতিম দাস ,  সুমিত দাস, রবিশঙ্কর ভট্টাচার্য, রূপম ভট্টাচার্য, দীপঙ্কর সোম, বিক্রমজিত ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, দেবজ্যোতি দত্ত চৌধুরী, অজয় রায়, কৃষ্ণেন্দু রায়, মন্দিরা ভট্টাচার্য, চিন্ময় ভট্টাচার্য, অনন্যা মোহন্ত, প্রান্তজ্যোতি দৈনিকের কর্মীবৃন্দ ছাড়া আরও অনেকে।

বকেয়া মিটিয়ে দেবার দাবিতে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ প্রান্তজ্যোতির কর্মী ও বিশিষ্ট নাগরিকদের
বকেয়া মিটিয়ে দেবার দাবিতে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ প্রান্তজ্যোতির কর্মী ও বিশিষ্ট নাগরিকদের

Author

Spread the News