হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকেও রক্ষার ওষুধ

১৯ ফেব্রুয়ারি : চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক এবার সামনে এল। সম্প্রতি ২টি ওষুধ আবিষ্কার করা হয়েছে। এই দুটি ডায়বেটিস এবং কিডনির রোগকে সারিয়ে দেবে। তবে অবাক করা বিষয় হল এর থেকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও মুক্তি মিলবে।

বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চরক্তচাপের ফলে হার্টের নানা ধরণের রোগ তৈরি হতে পারে। সেখান থেকে মানুষের স্ট্রোক হওয়া খুব একটা জটিল বিষয় নয়। এই ঘটনাকে আরও সামনে এনে দিয়েছে করোনা। সেইসময় হার্ট অ্যাটাকের ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল।

তবে এখানে আসরে নেমেছে লানসেট প্রতিষ্ঠান। তারা এমন দুটি ওষুধ তৈরি করেছেন যেখান থেকে ডায়বেটিস এবং কিডনির নানা ধরণের সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে এখানেই শেষ নয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও দেহকে রক্ষা করবে এই ওষুধ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে খুব দ্রুত এই ওষুধগুলিকে নিয়ে আসা হবে। দামে খুব একটা বেশি না হলেও এর গুনগত মান থাকবে যথেষ্ট উন্নত। ফলে যারা এই ধরণের রোগের শিকার তারা এটিকে অতি সহজেই ব্যবহার করতে পারবেন। এমনকি উচ্চরক্তচাপকেও সহজে নিজের বশে রাখতে পারবে এই ওষুধ। ইতিমধ্যেই ১০ হাজর রোগীর উপর এই ওষুধের সফল পরীক্ষা করা হয়েছে। তারা সকলেই ডায়বেটিস এবং হার্টের অসুখে ভুগছিলেন। তবে সেখান থেকে তারা অনেকটাই সুস্থ হয়েছেন।

যারা এই ওষুধ ব্যবহার করেছেন তাদের ২৩ শতাংশ হার্ট অ্যাটাকের মাত্রা কমেছে। ফলে এটিকে একটি যুগান্তকারী বিষয় বলে মনে করছেন চিকিৎসকরা। এবার খোলা বাজারে অল্প দামে ওই ওষুধকে নিয়ে আসার পরই সেখান থেকে এর ব্যবহার করা শুরু হবে।

যারা এই ওষুধকে ব্যবহার করেছেন তারা জানিয়েছেন, প্রতিদিন তাদের জীবনকে সুস্থ করেছে এই ওষুধ। এতে হার্ট অ্যাটাকের মাত্রা কম হয়েছে বলে তারা ফিরে গিয়েছেন নিজের স্বাভাবিক জীবনে। বাজারে দ্রুত এই ওষুধ এলে তা এই দুই রোগীর জীবনকে অনেকটাই নিশ্চিন্ত করবে।

হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকেও রক্ষার ওষুধ
হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকেও রক্ষার ওষুধ
Spread the News
error: Content is protected !!