খেলার মাঠে বাজি বিস্ফোরণ, আহত ৩০ জন

খেলার মাঠে বাজি বিস্ফোরণ, আহত ৩০ জন

১৯ ফেব্রুয়ারি : খেলা শুরু হওয়ার আগেই বাজি বিস্ফোরণের ঘটনা ঘটল কেরলে মালাপ্পুরমে। এই ঘটনায় অন্তত ৩০ জন দর্শক আহত হয়েছেন। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে মালাপ্পুরমের আরিকোডের কাছে। ওই দিন ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম খেলতে নেমেছিল মালাপ্পুরমের একটি মাঠে। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে বাজি ফাটিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করার সময়ই বিপত্তি ঘটে। মাঠে জমানো বিপুল পরিমাণ বাজিতে আগুন ধরে যায়। বাজি ফেটে দর্শকাসনে গিয়ে পড়ে। এই ঘটনায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাড়াহুড়োয় পড়ে গিয়ে এবং বাজি বিস্ফোরণে জখম হন অনেকেই। ঘটনাস্থলে উপস্থিত থাকা অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মোট ৩০ জনের জখম হওয়া খবর মিলেছে হাসপাতাল সূত্রে। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

খেলার মাঠে বাজি বিস্ফোরণ, আহত ৩০ জন

আরিকোডে পুলিশ জানিয়েছে, “ঘটনাটি ঘটেছে একটি ফুটবল মাঠে। ফুটবল ম্যাচ শুরুর আগে সেখানে আতশবাজি পোড়ানো হয়েছিল। আতশবাজি ফেটে মাঠে ছড়িয়ে পড়ে। দর্শকাসনে বাজি ছিটকে গিয়ে পড়ায় কয়েকজন আহত হয়েছে। কারও আঘাত গুরুতর নয়।”
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News