সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকাশগ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : কাছাড়ের জেলা আয়ুক্তের  সম্মেলন কক্ষে  এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল জাতীয় সড়ক সুরক্ষা মাসের। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাছাড়ের জেলা আয়ুক্ত,  মৃদুল যাদব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সড়ক সুরক্ষা সচেতনতার প্রচারে কৃতিত্বপূর্ণ ভূমিকা ও যৌথ উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে।

১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত চলা মাসব্যাপী সড়ক সুরক্ষা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। কাছার পুলিশ, পিডব্লিউডি (সড়ক), জেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, আবগারি বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি ছাত্র যুব সংঘকে সড়ক সুরক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মানিত করা হয়। তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান জেলার সড়ক দুর্ঘটনা হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকাশগ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

অনুষ্ঠানে বিশেষভাবে কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয় ছাত্রছাত্রীদের। জি.সি. কলেজ, নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং এম.সি. দাস কলেজের ছাত্রছাত্রীরা সড়ক সুরক্ষা কুইজ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়। তাদের অংশগ্রহণ এই বার্তা স্পষ্ট করে তোলে যে, যুবসমাজই আগামী দিনে সড়ক সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার মূল ভিত্তি।

সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকাশগ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

সড়ক সুরক্ষার প্রতি আরও অঙ্গীকারবদ্ধতার নিদর্শন হিসেবে কাছার জেলা সড়ক সুরক্ষা কমিটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সড়ক সুরক্ষা সরঞ্জাম বিতরণ করে। জেলা পুলিশসুপার, জেলা পরিবহন আধিকারিক এবং জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক এই সরঞ্জাম গ্রহণ করেন। এই উদ্যোগ জেলার সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার পাশাপাশি নিয়মবিধি কার্যকর করার সক্ষমতাও বৃদ্ধি করবে।

সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকাশগ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর ভাষণে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির যৌথ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, ধারাবাহিক সচেতনতা প্রচার ও কঠোর ট্রাফিক নিয়ম প্রয়োগের ফলে ২০২৪ সালে আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি সকল অংশীজনকে এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “সড়ক সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। জনসভা হোক বা ব্যক্তিগত সফর, নিয়ম মানতেই হবে। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি যে, আমার রাজনৈতিক র‍্যালিতে কেউ যদি হেলমেট ছাড়া ধরা পড়ে, তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হবে। সুরক্ষার বিষয়ে কোনওরকম আপস করা চলবে না।”

সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকাশগ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী একটি দৃঢ় শপথ গ্রহণ করেন যে, সড়ক সুরক্ষা বিধি মেনে চলবেন এবং কাছাড়কে সড়ক সুরক্ষার মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন। পুরো অনুষ্ঠান জুড়ে জনসুরক্ষার প্রতি এক ঐক্যবদ্ধ প্রতিশ্রুতির প্রতিধ্বনি ধ্বনিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমল মাহাতো, অতিরিক্ত জেলা আয়ুক্ত,  অন্তরা সেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত,  ভ্যান লাল লিম্পুইয়া নাম্পুই, জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Author

Spread the News