কৃষকদের সঙ্গে কৃষি বৈজ্ঞানিকদের মত বিনিময় সভা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : মাছিমপুরস্থিত কাছাড় জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি (এসএসি) ২০২৪-২৫ – এর প্রগতিশীল কৃষকদের কৃষকদের কৃষি বৈজ্ঞানিকদের মত বিনিময় সভা কৃষি বৈজ্ঞানিকদের মত বিনিময় সভা বিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা পরিচালক ড. মনোরঞ্জন নেওগ, শ্রীভূমি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী এএস জামান প্রমুখ। বক্তব্যে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, কৃষকদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তারা আমাদের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি। দেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষকদের উন্নতি হলে সামগ্রিকভাবে জাতির অগ্রগতি সম্ভব। কৃষকদের উন্নয়নের জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার, উন্নত বীজ ও সার সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নতি, কৃষিঋণ সহজলভ্য করা এবং ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, কৃষকদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ, উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা ও কৃষি-ভিত্তিক শিল্প স্থাপন করা হলে তাদের আয় বৃদ্ধি পাবে এবং কৃষি আরও লাভজনক হবে।
মনোরঞ্জন নেওগ বলেন, সরকার ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় যদি কৃষকদের জীবনমান উন্নত করা যায়, তাহলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই কৃষকদের উন্নয়নে গুরুত্ব দেওয়া সময়ের দাবি।এএস জামান বলেন,কৃষিকাজের অগ্ৰগতির সঙ্গে দেশের উন্নতি ঘটে। কৃষিবিভাগ ও কৃষকদের যৌথ প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে উন্নতি ঘটা সম্ভব,সেই সঙ্গে কৃষকদের কৃষি কাজে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে উন্নতি করা সম্ভব তা বিস্তারিতভাবে তুলে ধরেন। এদিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ কৃষি বৈজ্ঞানিক হিমাংশু মিশ্র বলেন, প্রতি বছর আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় আমি সকলের কাছ থেকে পরামর্শ চাইছি। আমরা আগামী দিনে এই সুপারিশের উপর পদক্ষেপ নেব। বিগত বছরে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্তৃক গৃহীত কর্মসূচি, আগামী দিনে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে এবং জেলায় কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়নের জন্য কিভাবে এগিয়ে যাওয়া যায় তা উপস্থাপনের জন্য এই সভা অনুষ্ঠিত করা হয় বলে জানান তিনি।
কাছাড় জেলা কৃষি আধিকারিক এআর আহমেদ, শ্রীভূমি জেলার সিনিয়র কৃষি বিজ্ঞানী পি.চৌধুরী, জেলা পরশু পালন বিভাগের অধিকর্তা ডাঃ জিতেন্দ্র ব্রায়ান, জেলা ফিশারী অধিকর্তা এইচ.পি দাস,জুড়ি জাউস্ট,এডিও আরশমিতা গগৈ, রেহান রেজা,ট্রেসি ল্যামন্ট, বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে এবং কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বামন টিমুং, মনোরঞ্জন রায়, ডাঃ টমাস টায়া, অনিন্দিতা দাস, ফার্ম ম্যানেজার সুগুমসর বারুমলারী, হ্যাভলংগোই টিমুং, বিউটি দাস, প্রগতিশীল কৃষক তমিজূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

