শনিবার থেকে রাজ্যে মাধ্যমিক, কাছাড়ে নয়া ৩টি পরীক্ষা কেন্দ্র
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসম স্টেট কাউন্সিল অব স্কুল এডুকেশন গঠনের পর প্রথম মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ৩ মার্চ পর্যন্ত। এ বছর রাজ্য জুড়ে ৯৪৪টি কেন্দ্রে মোট ৪,২৯,৪৪৮ জন পরীক্ষার্থী বসবেন পরীক্ষায়। এর মধ্যে ১,৯০,৬৫৩ জন ছাত্র এবং ২,৩৮,৭৯৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।
এ দিকে, কাছাড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৯৭২, এরমধ্যে ছাত্র ১১,৪৪৮ ও ছাত্রী-১৪,৫২৪। পরীক্ষা গ্রহণ করা হবে ৪৪ টি কেন্দ্রে। গত বছর এই সংখ্যাটা ছিল ৪১। জানা যায়, এবার নতুন করে পরীক্ষা গ্রহণ করা হবে শিলচরের মালুগ্রাম গার্লস হাইস্কুল, বাগপুর হাইস্কুল ও দিগরখাল হাইস্কুলে। সূত্রটি আরও জানান ৪৪টি কেন্দ্রের মধ্যে ভবন নির্মাণ চলার দরুন তিনটি স্কুল থেকে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে পাশের অন্য স্কুলে। উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের বদলে পরীক্ষা গ্রহণ করা হবে, কাঁচাকান্তি বিদ্যামন্দিরে। লক্ষীপুরের আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের বদলে আশাপল্লী ইংলিশ স্কুল এবং পিসি বড়জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের বদলে পরীক্ষা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা রামপ্রসাদ চৌবে আদর্শ বিদ্যালয়ে।

