স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ সুলাল

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার পাথারকান্দি ও নিলামবাজার থানা অধীন বিভিন্ন ব্যস্ততম এলাকায় নিত্য দিন সৃষ্টি হওয়া তীর্ব যানজট নিরসনে স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। বুধবার, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন উপ-সভাপতি সুলাল মোহাম্মদ খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার পাথারকান্দি সার্কল অফিসার বলিনবাবা বালারির কাছে এই স্মারকপত্র হস্তান্তর করেন।

সুলাল মোহাম্মদ খান জানান, সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রীভূমি জেলা সদর সহ পাথারকান্দি বাজার পাথারকান্দি তেমাথা, আছিমগঞ্জ বাজার তেমাথা বারইগ্রাম বাজার  বাটইয়া বাজার ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রাণ কেন্দ্র নিলামবাজারের মতো ব্যস্ত এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ জনগণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহ সাধারণ পথচারী জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। যানজট নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্রের অনুলিপি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় স্থানীয় সার্কল অফিসার, জেলা আয়ুক্ত ও জেলা পরিবহন অফিসারকে (ডিটিও) শ্রীভূমির জেলার সাংসদকে পাঠানো হয়েছে। স্মারকপত্রে অবিলম্বে স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবি জানানো হয়েছে, যা যান চলাচল শৃঙ্খলিত করবে এবং দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ সুলাল
স্থায়ী মোটর স্ট্যান্ড নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ সুলাল

Author

Spread the News