আজ নতুন আয়কর বিল সংসদে পেশ হচ্ছে
১৩ ফেব্রুয়ারি : আজ নতুন আয়কর বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র, যে বিলে একদিকে যেমন মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে আবার এবার আয়করের ক্ষেত্রে ‘মূল্যায়ন বছর’ (অ্যাসেসমেন্ট ইয়ার) তুলে দিয়ে সেই জায়গায় ‘করবর্ষ’ (ট্যাক্স ইয়ার) চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
সরকারি সূত্রে খবর, ১ এপ্রিল, ২০২৬ থেকে নতুন আয়কর আইন কার্যকর হতে পারে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিলটি আইনে রূপান্তরিত হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে আসবে বড় বদল। অর্থবর্ষের সঙ্গে করবর্ষের সামঞ্জস্য থাকায় এতে করদাতাদের হিসাব করতে খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে দেশে ১৯৬১ সালের আয়কর আইন চালু রয়েছে। যেখানে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে ‘মূল্যায়ন বছর’ এবং ‘পূর্ববর্তী বছর’ (প্রিভিয়াস ইয়ার) শব্দ দু’টি ব্যবহারের কথা বলা হয়েছে। সূত্রের খবর, নতুন বিল আয়করের আইনকে সহজ করতে দু’টির জায়গায় শুধু মাত্র একটি ‘করবর্ষ’ ব্যবহার করবে সরকার। এই ‘করবর্ষ’ হবে ১২ মাসের। এর সময় সীমা ধার্য হবে নতুন অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত।

জানা গিয়েছে, নতুন আয়কর বিল বলবৎ হলে সাধারণ মানুষের কাছে আয়কর বিষয়টি অনেক বেশি সহজ-সরল হয়ে যাবে। আয়কর আইনকে সাধারণের কাছে বোধগম্য করতে চলতি ‘আয়কর আইন, ১৯৬০’-কে প্রায় তুলে দেওয়ার পথেই এগোচ্ছে মোদী সরকার। বিশেষ করে নতুন বছরের বিল পেশের পর নতুন আয়কর বছর পদ্ধতি আসায় ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ এবং ‘প্রিভিয়াস ইয়ারে’র সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। যদিও কোনো রদবদল ঘটছে না অর্থবর্ষের হিসেবে। সেটি ১ এপ্রিল থেকে ৩১ মার্চই থাকছে।
এই বিলে ‘রেসিডেন্সি ল’-তে কোনও পরিবর্তন না এলেও ‘সেকশন’-এর নম্বরে পরিবর্তন আসতে চলেছে। যেমন, বর্তমান আয়কর আইন অনুযায়ী ‘আয়কর ট্যাক্স রিটার্ন ফাইলিং’ সেকশন ১৩৯-এর অন্তর্গত। নয়া কর কাঠামো ১১৫বিএসি সেকশনের মধ্যে পড়ে। বদল আসতে পারে এই সেকশন নম্বরগুলিতে।

সব থেকে গুরুত্বপূর্ণ হলো নয়া আইন মাত্র ২৯৮ টি সেকশন ও ১৪ শিডিউলেই সীমাবদ্ধ। যেখানে চলতি আয়কর আইনে রয়েছে ৫৩৬টি সেকশন, ১৬টি শিডিউল সম্বলিত ৬০০ পাতার ইতিহাস।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে চলতি আয়কর বিল আয়কর দাতাদের বোঝার বাইরে। এই সমস্যার পুরো মিটিয়ে এবার আয়কর দাতাদের প্রাধান্য দিয়ে আইন বোঝা ও ব্যাখ্যার সুবিধার জন্য নতুন সংস্করণে দীর্ঘপদ্ধতি একেবারে বর্জনের পথে হেঁটেছে কেন্দ্র। একই কারণে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ এবং ‘প্রিভিয়াস ইয়ারে’র জায়গায় ‘ট্যাক্স ইয়ারে’র ভাবনা আনা হচ্ছে। টিডিএস সংক্রান্ত যাবতীয় সেকশনগুলিকে একজোট করে একটিমাত্র ক্লজের অন্তর্ভুক্ত
করা হচ্ছে।
খবর : দৈনিক স্টেটসম্যান।