সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
১১ ফেব্রুয়ারি : আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ বিখ্যাত এই গানের স্রষ্টা গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর শারীরিক জটিলতায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
জানা যায়, গত সপ্তাহ দুয়েক ধরেই এ সঙ্গীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুতই হয় শারীরিক অবস্থার অবনতি। তাছাড়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে।

