এক মাসের অভিযানে অবৈধ অভিবাসী ৬০৯ জন ভারতীয় গ্রেফতার ইংল্যান্ডে

১১ ফেব্রুয়ারি : ব্রিটেনে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার সরকার অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতার করতে একাধিক অভিযান চালাচ্ছে। এই অভিযান বিশেষ করে ভারতীয় রেস্তরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে চালানো হচ্ছে। গত কয়েক দিনের অভিযানে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা ব্রিটেনে কঠোর অভিবাসন নীতির সংকেত দিচ্ছে।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, শুধুমাত্র উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তরাঁতেই সাত জনকে অবৈধভাবে থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চার জনকে আটক করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপার বলেন, “অভিবাসন আইন মেনে চলা বাধ্যতামূলক,” এবং দীর্ঘদিন ধরে অবৈধ শ্রমিকদের ব্যবহার করে তাদের শোষণের বিষয়টি তুলে ধরেন।

২০২৫ সালের জানুয়ারি মাসেই ৮২৮টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। এই অভিযানে গ্রেফতার হয়েছেন ৬০৯ জন, যা ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবৈধ শ্রমিকদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট নিয়োগকারীদের নোটিস পাঠানো হচ্ছে। এছাড়াও, ব্রিটেনে ‘রিফর্ম ইউকে’-এর মতো দক্ষিণপন্থী দলগুলির ক্রমবর্ধমান উপস্থিতি এই অভিযানের পেছনে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

Spread the News
error: Content is protected !!