নির্বাচনে লড়বেন বলায় নির্যাতনের শিকার গৃহবধূ, পুলিশের দ্বারস্থ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : আসন্ন পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বিশ্বাস পদবীর এক গৃহবধূ। সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে রংপুর ফাঁড়িতে নালিশ করেছেন।
তিনি জানান, এলাকার ৪নং ওয়ার্ড থেকে অগপর প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে স্বামী আপত্তি জানান। কিন্তু নিজেকে স্বনির্ভর করতে স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করায়, শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামীর বর্বরতা সহ্য করতে না পেরে রবিবার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন। তবে এ বিষয়ে স্বামীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
