সেনার সাফল্য, খতম ১২ মাওবাদী

৯ ফেব্রুয়ারি : ফের ছত্তিশগড়ে মাও দমনে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াই ১২ মাওবাদী খতম হয়েছে বলে খবর। বিজাপুরের জাতীয় উদ্যান এলাকায় দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে দুই সেনা শহিদ হয়েছেন। বস্তারের আইজি সুন্দররাজ পি এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ছত্তিশগড়কে নকশালমুক্ত করার লক্ষ্য নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেনার সাফল্য, খতম ১২ মাওবাদী
সেনার সাফল্য, খতম ১২ মাওবাদী

Author

Spread the News