পুত্রবধূর পরকীয়া ধরায় বৃদ্ধকে খুন
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : পুত্রবধূর পরকীয়া ধরায় বৃদ্ধকে খুন হতে হল। তাঁকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মজুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নলবাড়ির রাজাখাত বানেকুচিতে এ নৃশংস ঘটনাটি সংঘটিত হয়।
নিহতের নাম আবুল হোসেন। বয়স ৬০ বছর। মজনু ওরফে ডাল পিটিয়ে খুন করে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবুলের পুত্রবধূর সঙ্গে মজনুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক! আবুলকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্ত এখনও পলাতক। নলবাড়ি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

