জামায়াতের ক্ষমতার লোভের কারণে দেশের এ অবস্থা : ফজলুর রহমান
৭ ফেব্রুয়ারি : জামায়াতে ইসলামি ক্ষমতায় যাওয়ার অনাকাঙ্খিত লোভের কারণে আজ দেশের খারাপ অবস্থা। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান।
সম্প্রতি এক আলোচনা সভায় তিনি বলেন, সচিবালয় থেকে ১০০ গজ দূরে থেকে আমি চ্যালেঞ্জ করলাম জামাতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে। তাদের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভে দেশের আজকে এই খারাপ অবস্থা।
তিনি বলেন, উনাদের ছেলেরা সবিচবালয়ে বসে আছে। জামায়াত-শিবিরের ছেলেরা ওই সচিবালয়ের উপদেষ্টাদের রুমে। আপনারা বলবেন দেখান। কিন্তু এইটা দেখা যায় না। বাতাস যেমন দেখা যায় না এটাও সেইরকম দেখা যায় না। সব বদলি-নিয়োগ সব তারা নিয়ন্ত্রণ করছে।
এছাড়াও তিনি বলেন, বয়সে ছোট ভাই রুহুল কবির রিজভি গত তিনদিন ধরে বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা ডিপার্টমেন্ট জামায়াতে ইসলামের তাদের দখলে নিয়ে গেছে।
তিনি আরও বলেছেন, জামায়াতে ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন এসেছে এবং তারা সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। জামায়াতের বর্তমান আমির সম্পর্কে তিনি বলেন, “আমি তাকে চিনি, তিনি জাসদ ছাত্রলিগ করতেন। মাহমুদুর রহমান মান্নার কর্মী ছিলেন। কিন্তু এখন তারা ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে—যারা আশ্রয় দিয়েছে, তাদেরই আক্রমণ করছে।”
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

