পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের

নিমার আলি হাইস্কুলে সাইকেল বিতরন_____

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত নিমার আলি হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। প্রসঙ্গত এবছরই এমই স্কুল থেকে হাইস্কুলে উন্নত হয় সামারিকোণা এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই এবছরই নবম শ্রেণির ১৮ জন ছাত্রছাত্রী রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রদান করা সাইকেল পেয়ে পড়ুয়ারা বেজায় খুশি। পাশাপাশি এলাকার বাসিন্দা বিধায়ক জাকির হোসেন লস্কর উপস্থিত থেকে পড়ুয়া দের হাতে সাইকেল তুলে দিলে তাদের খুশি দ্বিগুণ হয়ে যায়।

এ দিন স্কুল প্রাঙ্গণে বিধায়ক এসে উপস্থিত হলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তারপর বিধায়ক জাকির হোসেন লস্কর ছাত্র ছাত্রী দের সাথে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।তারপর প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরীর পৌরহিত্যে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের

বিধায়ককে বিপুল সংবর্ধনা জানিয়ে উনার প্রচেষ্টায় স্কুলটি হাইস্কুল স্তরে উন্নত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি স্কুলটির পরিকাঠামো গত উন্নতি সাধনে বিধায়কের পদক্ষেপ কামনা করা হয়। বিধায়ক ও স্কুলের উন্নতিকরনে প্রচেষ্টার ত্রুটি রাখবেন বলে জানান। পাশাপাশি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন সরকারের এধরনের প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন। তবে এজন্য ছাত্র ছাত্রী দের ও পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হব।অভিভাবকদের ও ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নিমার আলি হাইস্কুলের প্রতিজন শিক্ষক শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টার জন্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের পরিচালক শিক্ষিকা বিজয়িনী ভট্টাচার্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে বিধায়কের পদক্ষেপ কামনা করে বিধায়ককে ধন্যবাদ জানান।

পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের

সিআরসিসি সারিমূল আলম লস্কর ও স্কুলের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরে বিধায়কের প্রশংসা করে বলেন বিশেষ করে পূর্ব হাইলাকান্দির শিক্ষার উন্নয়নে বিধায়ক বিশেষ ভাবে সচেষ্ট রয়েছেন। সভায় বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ইসলাম উদ্দিন লস্কর সহ স্কুলের প্রতিজন শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের
পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের

Author

Spread the News