শহরে ইন্ট্রেগেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা দীপায়নের
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শিলচর শহরে ইন্ট্রেগেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নীতকরণের লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায়ণ সহ জেলা কমিশনারের মৃদুল যাদব, এসপি নুমুল মাহাতো, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায়, সঞ্জয় রায়, শিলচরের ট্রাফিক সিটি ইন্সপেক্টর বিপুলচন্দ্র কলিতা প্রমুখ।। বিধায়ক জানান, ৩.৫০ কোটি ব্যয়ে শহরের তেরোটি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল, ডিটেকটরস ইত্যাদি। এতে শহরের যানজট সমস্যা, দুর্ঘটনা হ্রাস সহ বেপরোহা যানচলাচল রোধ করা সম্ভব হবে। আরও জানান এই কাজ শেষ হতে প্রায় দুই মাস সময় লাগবে।
অনুষ্ঠানে জেলা কমিশনার মৃদুল যাদবও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের সহজে সনাক্ত করা সম্ভব হবে। সঙ্গে তিনি নতুন ব্যবস্থা চালু হওয়ার পর তা যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয়, এ নিয়ে গুরুত্ব আরোপ করেন।