জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কাটলিছড়ায়
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দি নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং কাটলিছড়া নারী শক্তি সংগঠন দ্বারা পরিচালিত হলো এক দিবসীয় জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। কাটলিছড়া চালমার্চ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্লক পর্যায়ে বিজয়ী প্রায় ৮০জন খেলোয়াড় উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। ছেলেদের ভলিবল খেলায় বিজয়ী হয় আলগাপুর ব্লক লালা ব্লককে হারিয়ে। মেয়েদের কাবাডি খেলায় বিজয়ী হয় কাটলিছড়া ব্লক আলগাপুর ব্লক কে হারিয়ে। ছেলেদের লং জাম্পে প্রথম হয় বিশাল লোহার, দ্বিতীয় জয়নাল হোসেন বড়ভূইয়া, তৃতীয় মনীশ মাঝি। মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয় রেজনারা বেগম মজুমদার, দ্বিতীয় তানিয়া বেগম বড়ভূইয়া, তৃতীয় গিফিকা বর্মন। ছেলেদের প্যাডম্যান এ বিজয়ী হয় জসিম উদ্দিন মজুমদার, রানার্স আপ জয়নাল হোসেন বড়ভূইয়া। জেলা পর্যায়ের খেলায় যারা বিজয়ী হয় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজকুমার দাস, প্রাক্তন জেলা পরিষদের সদস্যা জয়দীপা লস্কর, সুব্রত দে কাটলিছড়া স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও, সন্দীপা দে কানুনগো প্রিন্সিপাল এসকে রায় সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং বিশিষ্ট ক্রীড়াবিদ বিপ্লব নাগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাইলাকান্দি এনওয়াই কে এবং কাটলিছড়া নারী শক্তির এই ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানায় উপস্থিত সকল ব্যক্তি বর্গ। কেন্দ্র সরকারের এই ধরনের প্রতিযোগিতায় অনেক স্থানীয় খেলোয়াররা আরো অনেক অগ্রসর হতে পারবে।