রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী রণোজ পেগু

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : দু’দিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ডাঃ রণোজ পেগু । এদিন শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হলে শিক্ষা মন্ত্রীকে কলেজ অধ‍্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজ প্রাক্তনীরা তাঁকে আন্তরিক সংবর্ধনা জানান। 

বাণিজ্য শাখাকে প্রাদেশিকরণের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারক পত্র প্রদান কলেজ কর্তৃপক্ষের

এদিন কলেজ কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মনবিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি বলেন, “শিক্ষা শুধুমাত্র বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান, শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষাগ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার, আমি তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞ।”

রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী রণোজ পেগু

এদিন কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায় কলেজের বাণিজ্য শাখাকে প্রাদেশিকরণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে একখানা স্মারক পত্র প্রদান করেন। শিক্ষামন্ত্রী এব্যাপারটি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। উল্লেখ্য এদিন শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী। 

রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী রণোজ পেগু
রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী রণোজ পেগু

Author

Spread the News