শুধু গো মাংস নয়, দেশজুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন

৫ ফেব্রুয়ারি : দেশজুড়ে নিরামিষ খাবারের পক্ষে জোরদার সওয়াল করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, নির্দিষ্ট কোনও এলাকায় নয়, দেশের সর্বত্র আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালু করেছে তারও ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। সেই প্রসঙ্গ টেনে দেশ জুড়ে আমিষ খাওয়া চালু করার কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।

দেশের মানুষ কী খাবেন এবং পরবেন তা বিজেপি জোর করে চাপিয়ে দিতে চাইছে বলে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিতর্কও হয়েছে। তবে, অভিনেতা ও আসানসোলের সাংসদ চান, ইউনিফর্ম সিভিল কোড-এর মতো দেশ জুড়ে অভিন্ন খাদ্যবিধি চালু হোক। ইউনিফর্ম সিভিল কোড-এর প্রশংসা করলেও দেশজুড়ে তা চালু করার ক্ষেত্রে কিছু সমস্যা হবে বলেও মনে করেন তিনি।

এর প্রসঙ্গ টেনেই সংবাদ সংস্থাকে শত্রুঘ্ন বলেন, ‘উত্তরাখণ্ড-এর কিছু এলাকার মতো ভারতের অনেক জায়গায় আমিষ খাবার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করা হয়েছে। কিন্তু এখনও অনেক জায়গাতেই এই মাংস খাওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই। উত্তর-পূর্ব ভারতের মানুষ প্রকাশ্যে এই মাংস খেতে পারেন। কিন্তু উত্তর ভারতের মানুষ তা পারেন না। আমি মনে করি, শুধুমাত্র গোমাংস নয়, দেশজুড়েই সব ধরনের আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।’ একই দেশের মধ্যে কেন অন্য রকম আইন আছে তা নিয়েও প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। তিনি বলেন, ‘যে আইন উত্তর ভারতের জন্য রয়েছে, সেই একই আইন উত্তর-পূর্ব ভারতেও চালু হওয়া উচিত। কারণ, দেশ একটাই। তাই নিয়মও এক হওয়া উচিত।’

শুধু গো মাংস নয়, দেশজুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন
শুধু গো মাংস নয়, দেশজুড়ে নিরামিষ চাইলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন

Author

Spread the News