নিউ শিলচরে যানজটে নাজেহাল 

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচর শহরে যানজট দিন দিন তীব্র আকার নিচ্ছে। মুহূর্তে যানবাহনের লাইন দীর্ঘ হয়ে পড়ে। ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টের যানজটে দু’টি রাস্তার অর্থাৎ সোনাই ও মেডিক্যাল রোডের যানবাহনের চাকা আর ঘুরে না।

বুধবার একই দৃশ্য শিলচরের ব্যস্ততম এলাকা নিউ শিলচর এলাকার দেখা যায়। চিত্তরঞ্জন পয়েন্টে কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ লোক সহ মেডিক্যাল কলেজ, এনআইটি ও আসাম বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। একই ভাবে জরুরী পরিসেবা  অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। পুলিশকর্মী যাতায়াত স্বাভাবিক করতে গিয়ে হিমশিম খেতে হয়।

নিউ শিলচরে যানজটে নাজেহাল 
নিউ শিলচরে যানজটে নাজেহাল 

Author

Spread the News