ফকিরটিলা গইভি মসজিদের শাকভাত শিরনি ও ওয়াজ মহফিল শুক্রবার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার সদরের লাগোয়া শরীফনগর গ্রামের ‘ফকিটিলা গইভি মসজিদ’ প্রাঙ্গনে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকভাত শিরনি ও আজিমুশ্বান ওয়াজ মহফিল। প্রতি বছরের ন্যায় এবছরও হাজি মোবারক শাহ এর নির্দেশিত শাকভাত শিরনি ও আজিমুশ্বান ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে। এখানে প্রত্যেক বছর মাঘ মাসের শেষ শুক্রবারের ওলি হাজি মোবারক শাহ এর নির্দেশিত শাকভাতের শিরনির বার্ষিক উরুস ও আজিমুশ্বান ওয়াজ মহফিলকে সাফল্যমন্ডিত করে তুলতে আয়োজক কমিটি চেষ্টার কোন ত্রুটি রাখছে না।

ইতিমধ্যে কর্মকর্তারা ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের মাধ্যমে বিশেষ অতিথিদের আমন্ত্রণ ও প্রচার পর্ব জোর গতিতে চালিয়ে যাওয়া সহ গইভি মসজিদকে নবআঙ্গিকে রং করে সাজিয়ে তুলা সহ পার্শ্ববর্তী মাঠে প্যান্ডেল, গেট নির্মাণ সহ  বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগিয়ে ব্যাপক প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে সমগ্র উত্তর পূর্বাঞ্চল ও বরাক উপত্যকা সহ  ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ধর্ম প্রাণ লোক ওই ‘ফকিটিলার গইভি মসজিদে’ উপস্থিত হয়ে একযোগে বেলা ১২-৩০ মিনিটে জুম্মার নমাজ আদায় করবেন। নমাজ শেষে সবাই মিলে মসজিদে সমবেত ভাবে মিলাদ শরিফ পাঠ করা শেষে  মহান আল্লার দরবারে নিজ নিজ মনোবাসনা পূর্ণ হওয়ার আর্জি  করা সহ  দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ  প্রার্থনা করবেন।

ফকিরটিলা গইভি মসজিদের শাকভাত শিরনি ও ওয়াজ মহফিল শুক্রবার

মহফিলে সভাপতিত্ব করবেন  উজানীর সৈয়দ মস্তাক আহমদ মদনি। সহ-সভাপতিত্ব করবেন গইভি  মসজিদের বর্তমান ইমাম হাফিজ মওলানা হাফিজুর রহমান। ওই মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওয়াজ করবেন মওলানা মুকিতুর রহমান আল আজহারি (অসমের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা সহ-সভাপতি উত্তর-পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাত) তাছাড়া মহফিলে ওয়াজ পেশ করবেন মওলানা আব্দুল বাসিত কাসিমি (দেওরাইল টাইটেল মাদ্রাসা বদরপুর), মওলানা আব্দুল ওয়াহিদ (শিলচর ), মওলানা ফয়েজ আহমেদ (প্রচার সম্পাদক উত্তর-পূর্ব আহলে সুন্নাত ওয়াল জমাত),  মওলানা মোস্তাকিম আহমদ (সোনাপুর শিলচর) মওলানা আহমাদ আলি (কনকপুর) এছাড়াও মহফিলে আরও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। ওই মহফিল চলবে সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এবং পরদিন ফজর থেকে সকাল আটটা পর্যন্ত। শাকভাতের  শিরনির উরুস ও আজিমুশ্বান ওয়াজ মহফিলকে  সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সর্বাঙ্গীণ সাহায্য, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন গইভি মসজিদ কমিটির পক্ষ থেকে মওলানা ইমাদ উদ্দিন আত্তারি, মওলানা সুহেল আহমেদ নুমানি, আতিকুর রহমান, আব্দুল হামিদ, আব্দুর নুর সিহাব উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।

ফকিরটিলা গইভি মসজিদের শাকভাত শিরনি ও ওয়াজ মহফিল শুক্রবার
ফকিরটিলা গইভি মসজিদের শাকভাত শিরনি ও ওয়াজ মহফিল শুক্রবার

Author

Spread the News