শ্রীভুমির স্থানে স্থানে তীব্র যানজট, জেলা আয়ুক্তকে স্মারকপত্র
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শ্রীভুমি জেলার বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান যানজট সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন উপ-সভাপতি সুলাল মোহম্মদ খান। পাথারকান্দি সার্কল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি।
প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, পাথারকান্দি, আছিমগঞ্জ, বারইগ্রাম, বাটইয়া, নিলামবাজার সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি, অহরহ ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। তিনি জেলা প্রশাসনের পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।