বরদলৈ ট্রফি : ১০ গোল হজম করলো রূপম, জয়ী তারাপুর, লেনরোল
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির কাছাড় জেলা পর্যায়ের পঞ্চম দিনের খেলায় রবিবার ১০ গোল হজম করলো রূপম। তারাপুর এসির বিরুদ্ধে ম্যাচে তারা দিয়েছে ১টি। এর আগের ম্যাচে লেনরোল এফসির বিরুদ্ধে রূপম হারে ১৪-১ গোলে। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে দিনের অন্য ম্যাচে চেংকুড়ি প্রগতি সংঘকে ৫-৩ গোলে হারায় লেনরোল। তারাপুরের বড় জয়ে হ্যাটট্রিক করেন টিংসং। ৩ গোল করেন তিনি। দুটি করে পান তারিয়াং ও পোথমি। একটি করে গোল করেন টিংসাং, খংজি ও সানঘো। রূপমের সান্ত্বনাসূচক গোলটি করেন কে কামেই।
লেনরোল-প্রগতি সংঘ ম্যাচে প্রথমার্ধ ছিল ৩-৩। লেনরোলের আলফ্রেড, জোসিয়া, লালডানবুল, আর কর্মকার ও জেহবা একটি করে গোল করেন। প্রগতি সংঘের বাপন রি দুটি গোল করেন। অন্যটি করেন জলেশ্বর মিশ্র। উল্লেখ্য, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বে মিলিত হন টুর্নামেন্টের নোডাল অফিসার বাহারুল ইসলাম লস্কর সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।