রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান সুরজিতকে সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : দীর্ঘ একচল্লিশ বছর ধরে দেশের সেবা করে অবসর গ্রহণ করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ ইন্সপেক্টর সুরজিৎ ভৌমিক। দেশের প্রতি তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে নিজ গ্রামে ফিরে আসার সময় সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিনি।গতকাল পাথারকান্দি থানাধীন ১নং দোয়ালিয়ার বাসিন্দা সুরজিৎ ভৌমিক কর্মজীবন শেষে বাড়ি ফেরার পথে পাথারকান্দি রেলস্টেশনে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। পরে নিজ বাড়িতে পৌঁছালে নব্বই বছরের মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে পৃথকভাবে সংবর্ধিত করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সিআরপিএফ ইন্সপেক্টর সুরজিৎ ভৌমিক বলেন, “দেশ মাতৃকার সেবা করাই আমার প্রকৃত ধর্ম। সিআরপিএফ পরিবার আমার কাছে বড় পরিবার, সংসার জীবন তার পরের ধাপ।” আনন্দে আপ্লুত হয়ে তিনি যুব সমাজকে প্রাত্যাহিক দৈহিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সুরজিৎ ভৌমিক গত ৩১ জানুয়ারি ত্রিপুরার আমবাসা ১৪০ বিএন থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বহু প্রতিযোগিতায় দক্ষতা দেখিয়ে রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেছেন। তাঁর কীর্তিতে গোটা এলাকা গর্বিত।

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান সুরজিতকে সংবর্ধনা
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান সুরজিতকে সংবর্ধনা

Author

Spread the News