চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেল লাইনের দাবিতে সমাবেশ ১৫ই
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেল লাইন তৈরির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি শিলচরের গান্ধী ভবনে বরাক উপত্যকা ভিত্তিক যে গণ সমাবেশের আয়োজন শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে করা হয়েছে এর সমর্থনে প্রচার অভিযান শুরু হয়েছে। বরাক উপত্যকার সংগ্রামী ব্যক্তি ও সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক ড. অজয় রায় বলেন, বর্ষাকালে ভূমিধ্বসের ফলে পাহাড় লাইন কার্যতঃ রেল যোগাযোগের অনুপযোগী হয়ে পড়ে। সেই সময় প্রায় যাত্রীরেল ও মালগাড়ির যাতায়াত বন্ধ হয়ে পড়ে। কখনও কখনও রেল পথে যাত্রীরেল ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। কোনো সময় প্রাণের ঝুঁকি নিয়ে সে পথে চলাচল করতে হয়। এসব নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে বারবার এই সমস্যা সমাধানের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের দাবি জানানো হয়েছে। অথচ রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে দেখা যায় না। ফলে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ব্রডগেজ লাইন সম্প্রসারণ হলেও যাত্রীদের বছরের বেশ কয়েক মাস চরম দুর্ভোগ পোয়াতে হয়। এই সমস্যার সমাধানে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেল লাইন সম্প্রসারনের দাবি শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক গণ সমাবেশ থেকে করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে স্মারকপত্র প্রদান সহ বিভিন্ন ভাবে রেলওয়ে বিভাগের নিকট দাবি জানানো হয়।
২০২২ সালে ভারত সরকারের পক্ষ থেকে চন্দ্রনাথপুর-লংকা দ্বিতীয় রেল লাইন সম্প্রসারণের জন্য প্রাথমিক জরিপের কাজ শুরু করা হয়। কিন্তু পরবর্তীতে এর অগ্রগতি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তাই বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের রেল যাত্রীদের সুবিধার জন্য এই রেল লাইন সম্প্রসারণ খুবই জরুরি। সংগ্রাম কমিটির পক্ষ থেকে তাই বরাক উপত্যকার সব কয়টি সংগঠনের নিকট উক্ত গণ সমাবেশে যোগদান সহ সমর্থন চাওয়া হয়েছে।