শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : আমিনগাঁওয়ের দয়ালনগরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এক ব্যক্তিকে কাঠের বাটাম, লাঠি ও ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহত ব্যক্তির নাম ভোলা মালো (৩৪)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। হত্যা মামলার অভিযুক্ত বিষ্ণু হালদার পলাতক। দুই পরিবারের শিশুদের মধ্যে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। মাথায় আঘাত পেয়ে ভোলা মালো মারা যান। শুক্রবার সন্ধ্যায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় মালোকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে পাকড়াও করতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতীতে বিষ্ণু হালদারের পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।