মাস্টার-৬ গেমে তিনটি পদক জয় সোনাইর মহরম আলির
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : ফের সোনা জয় সোনাইর সৈদপুর বড়বন্দের ষাটোর্ধ্ব অ্যাথলিট মহরম আলি মজুমদারের। শোণিতপুরের ঢেকিয়াজুলিতে দু’দিনব্যাপী আয়োজিত অসম মাস্টার অ্যাসোসিয়েশনের বিভিন্ন অ্যাথলেটিক্সে অংশ নিয়ে দু’টি সোনা সহ একটি রুপোর পদক অর্জন করেন তিনি। মাস্টার-৬ গেমে প্রথম সোনা তিনি দখল করেন। তিনি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম সোনা পান ও পরে চার কিলোমিটার দৌড়েও সোনা জয়ী হন। ওয়াকিং রেসে দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর পদক জয়লাভ করেন। তিনটি পদক নিয়ে ৩১ জানুয়ারি বাড়ি ফিরলে শনিবার তাঁকে ময়ীনুল হক চৌধুরী এলপি স্কুল কর্তৃপক্ষ সংবর্ধনা জানায়।
এদিন স্কুলের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা দিলারা বেগম মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ক্রীড়ানুষ্ঠান