মধ্যবিত্তকে স্বস্তি বাজেটে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়

১ ফেব্রুয়ারি : মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা রয়েছে। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা।

তিনি জানিয়েছেন, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে সস্তা হবে ওষুধ। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা।

দাম কমছে
জীবনদায়ী ওষুধ,ক্যান্সারের ওষুধ, দেশে তৈরি পোশাক, মোবাইল ও গাড়ির ব্যাটারি, চামড়ার জিনিস, এলসিডি ও এলইডি টিভি, বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোন, বরফজাত মাছ ইভি ও লিথিয়াম ব্যাটারি। 

একাধিক জিনিসের দাম কমতে চলেছে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে। সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও।

মধ্যবিত্তকে স্বস্তি বাজেটে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়
মধ্যবিত্তকে স্বস্তি বাজেটে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়

চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে। তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম। এদিকে, সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

Author

Spread the News