৭৩তম গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : জাতিরজনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকী পালন করার পাশাপাশি শিলচরের ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল। বৃহস্পতিবার আরএসএসের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। পরে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি গান্ধীমেলা ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন মুখ্য অতিথি সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা।

সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, এপিডিসিএলের ডিরেক্টর নিত্যভূষণ দে, অভ্রজিৎ চক্রবর্তী,কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, কণাদ পুরকায়স্থ ও সমাজ সেবি সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৭৩তম গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন
৭৩তম গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন
Spread the News
error: Content is protected !!