জনসংযোগ কর্মী মোহিত নাথ অবসরে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : ৩৮ বছর সরকারি চাকরি করে তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি জেলা কার্যালয় থেকে জনসংযোগ কর্মী মোহিতকুমার নাথ বৃহস্পতিবার  অবসর গ্রহণ করলেন। এর আগে তিনি জনসংযোগ বিভাগের শিলচর, হাফলং এবং করিমগঞ্জ কার্যালয়েও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

এ দিন  হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয় মোহিত নাথের অবসর উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে ডিআইপিআরও সাজ্জাদুল হক চৌধুরী সহ অফিসের অন্যান্য কর্মচারীরা মোহিত নাথের কর্মদক্ষতা সম্পর্কে প্রশংসা করেন। সভায় সব বক্তাই  মোহিত নাথের দীর্ঘ জীবন, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।সভায় বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নাথকে  সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, হাইলাকান্দির জনসংযোগ কার্যালয় থেকে অপারেটর হিসেবে অবসর গ্রহণ করলেন। মূলত শ্রীভূমি জেলার দুর্লভছড়ার বাসিন্দা নাথ হাইলাকান্দির কার্যালয়ে গত সাত বছর থেকে জনসংযোগের গুরুত্বপূর্ণ ঘোষণা প্রচার করে হাইলাকান্দিবাসীর কাছে  জনপ্রিয় হয়ে উঠেন।

জনসংযোগ কর্মী মোহিত নাথ অবসরে
জনসংযোগ কর্মী মোহিত নাথ অবসরে

Spread the News
error: Content is protected !!