একদিনে ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরলেন গাজায়

২৮ জানুয়ারি : গত ১৯ জানুয়ারি ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইজরায়েলি বাহিনীর উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিন ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতঘরে ফিরছেন তারা।”

ইসরায়েলি বাহিনীর বোমায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই। কিন্তু তারপরও প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। দক্ষিণ গাজা থেকে উত্তরে যাত্রা করা এই মানুষগুলো ফিরে পেয়েছেন কেবল ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা। জাতিসংঘ সতর্ক করেছে যে, মাটিতে প্রয়োজনীয়তার পরিমাণ অপ্রতিরোধ্য এবং অবস্থা আরও ভয়াবহ হতে পারে।

সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ‘গাজায় স্বাগতম’ লেখা ব্যানার টাঙানো ছিল এ সময়।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

একদিনে ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরলেন গাজায়
একদিনে ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরলেন গাজায়

Author

Spread the News